MMonir Trainer 2 years ago |
#রাত জেগে তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু কারো কটু কথা হজম করা কঠিন, কারো গালি হজম করা কঠিন, রাগকে নিয়ন্তন করা কঠিন।
#মসজিদে প্রথম /দ্বিতীয় সারিতে নামাজ পড়া সহজ ,কিন্তু কাউকে খোঁচা দিয়ে কথা বলা থেকে , চোগুলখুরী থেকে, গীবত থেকে, পরনিন্দা-পরচর্চা থেকে নিজেদের বিরত রাখা কঠিন।
#বাসায় বসে নফল ইবাদত করা সহজ, কিন্তু প্রতিবেসীর প্রয়োজনে রাত ২টায় সাহায্য করা কঠিন। গোপনে দান-সাদাকা করা কঠিন, রুগী দেখতে যাওয়া, রুগীর সেবা করা কঠিন।
#নফল সিয়াম পালন করা সহজ, কিন্তু রক্তের সম্পর্কীয়দের সাথে সুসম্পর্ক রাখা কঠিন। মুসলিম ভাই-বোনের দোষ-ত্রুটি গোপন রাখা, তাদের ক্ষমা করা কঠিন।
আমরা মুসলিমরা এখন জান্নাতে যাওয়ার শর্টকাট খুঁজি। কিন্তু রাসূল (সা:) তাঁর সাহাবীদের এই রকম শিক্ষা দেননি ।
©
Alert message goes here